Vibe
Otripto Pran
[Verse 1]
হালকা আলোর অপছায়ায়
চেয়ে আছে দেয়ালের কোণে
স্তব্ধতা ঘিরে
স্মৃতির মায়াজালে|

নির্বোধ সময় থমকে আছে
কৈশরের রঙিন ফ্রেমে;
অবুঝ মনের গোলকধাধায়
বিবেকের স্বত্বা খোজে...

[Pre-Chorus]
চিৎকার করে মহাকালের প্রান্তে দাঁড়িয়ে একা
হৃদয়বিদরী আস্ফালনে|

[Chorus]
প্রতি মূহূর্তে ক্ষুদ্রতা যখন
হাজার বছরের জীবনের চেনা আহাজারি

[Bridge]
জানা স্বন্কার
বাস্তবতা তবু ধরছে ঘিরে
চেনা জগতের আয়নাতে
না পাওয়ার ছদ্মবেশ|

[Verse 2]
সময়ের পথে হাটছে যুবক
পরিপূর্ণতার অবয়বে
সকল ভুলের নোঙ্গর ফেলে
আটক সে পানির নিথর কারাগারে
সুখ শুন্য সে অতৃপ্ত প্রাণ পুড়ছে অনলে|
[Pre-Chorus]
চিৎকার করে মহাকালের প্রান্তে দাঁড়িয়ে একা
হৃদয়বিদরী আস্ফালনে|

[Chorus]
প্রতি মূহূর্তে ক্ষুদ্রতা যখন
হাজার বছরের জীবনের চেনা আহাজারি

(solo)

[Chorus]
প্রতি মূহূর্তে ক্ষুদ্রতা যখন
হাজার বছরের জীবনের চেনা আহাজারি

[Bridge]
জানা স্বন্কার
বাস্তবতা তবু ধরছে ঘিরে
চেনা জগতের আয়নাতে
না পাওয়ার ছদ্মবেশ|

[Bridge]
জানা স্বন্কার
বাস্তবতা তবু ধরছে ঘিরে
চেনা জগতের আয়নাতে
না পাওয়ার ছদ্মবেশ|