Artcell
Smritir Ayna
[Verse 1]
নিয়মিত জীবনধারায় অবিরত স্বপ্ন দেখা
অপূর্ণতায় যখন জীবনকে পরিপূর্ণ করে রাখা
স্বপ্ন আর বাস্তবতার খেলায়
ছায়ারা মুখোশের আড়ালে মেলায়
স্মৃতির আয়নায় যে ছবি
প্রতিবিম্ব তারই
মনে করে ভুলে থাকা
ভুলের মাঝে খুঁজে পাওয়া
বেঁচে থাকার অভিনয়ে
নিজেকে আরো হারিয়ে ফেলা
স্বপ্ন আর বাস্তবতার খেলায়
ছায়ারা মুখোশের আড়ালে মেলায়
স্মৃতির আয়নায় যে ছবি
প্রতিবিম্ব তারই

[Instrumental]

[Chorus]
এখনই সময় নিজেকে খুঁজে দেখার
এখনই সময় জীবনের হিসেব মেলাবার
কখনোই ভেবো না, এ তোমার ভুল অনুভূতি
সময় করেছে একা
সামনে তাকিয়ে দেখো আছে অবাক পৃথিবী
স্মৃতির পাতায় ছিল তার গল্প সবই
কখনোই ভেবো না, এ তোমার ভুল অনুভূতি
নিজের ভেতরেই পাবে আরেক তুমি
[Instrumental]

[Verse 2]
যে লিখেছে গল্প তার
জানা ছিল শেষ কখন কার
নিয়ম বদলে নিয়মের বেড়াজালে
জড়িয়েছ তুমি নিজেকে তার
আনমনে জড়িয়ে আছে প্রতিটি ক্ষণে
তোমার ছায়াও জানে
জানো না তুমি শুধু স্বজ্ঞানে
অর্থহীন অবাস্তবতার
জানো না বা জানো আছে হিসেব তার
তোমাকে ভেঙ্গে ফেলে
মায়ার ইন্দ্রজাল পেরিয়ে মৃত্যুর যে হাহাকার
সবখানে তাঁর অস্তিত্বের আহ্বানে
তোমার অন্ধকারে অভিযান আলোর সন্ধানে